Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শামসুদ্দিন তাবরিজি (রহ:) এর সমাধি
অবস্থান: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার দরগাহপাড়া গ্রামে অবস্থিত।
সময়কাল: আনু: পনরো শতক।
প্রত্নস্থলের বিবরণ: সামসুদ্দীন তাবরিজি (রহ) এর সমাধি শাহজাদপুর শাহী মসজিদ সংলগ্ন স্থানে অবস্থিত।
তিনি হযরত মখদুম শাহ দৌলা (রহ) এর ওস্তাদ ছিলেন। ইসলাম ধর্ম প্রচার করার জন্য তিনি ইয়েমেন থেকে
হযরত মখদুম শাহ দৌলা (রহ) এর সাথে এ স্থানে আগমন করেছিলেন। যদিও এ সম্পর্কে পন্ডিতদের মধ্যে
মতবিরোধ রয়েছে। মাজারের ভিতরে ৪ মি ও বাহিরের দেয়াল ১ মি টাইলস দ্বারা মেরামত করা হয়েছে।
এটি একটি  অক্টোগোনাল মাজার।