Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

রবীন্দ্র কাছারি বাড়ি
 অবস্থান: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার প্রাণকেন্দ্রে দ্বারিয়াপুর গ্রামে অবস্থিত।
সময়কাল: আনু: আঠারো শতক।
সংরক্ষিত ঘোষণার তথ্য (তারিখসহ): ১৯৬৯ সনে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক ভবনটিকে সংরক্ষিতপুরাকীর্তি হিসেবে ঘোষণা করা
হয়।
প্রত্নস্থলের বিবরণ: জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের জমিদারদের বাংলাদেশে যে কয়টি বিখ্যাত বাস ভবন ছিল তার মধ্যে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি, নওগাঁয় পতিসরের কাছারি বাড়ি এবং শাহজাদপুরের কাছারি বাড়ি সবচেয়ে বিখ্যাত। এগুলোর মধ্যে আবার শাহজাদপুর ঠাকুরবাড়ি অন্যান্য গুলোর তুলনায় অপেক্ষাকৃত সহজগম্য। ইন্দো-ইউরোপীয় ভাবধারায় নির্মিত এই দ্বিতল সুরম্য অট্টালিকাটি করতোয়া নদীর একটি খালের উত্তর পাড়ে অবস্থিত। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ কুমার দ্বারকানাথ ঠাকুর এই ভবনটি উনবিংশ শতকের শেষার্ধে একজন নীলকুঠির সাহেবের কাছ থেকে কিনে নিয়ে নাম দিয়েছিলেন “কুঠিবাড়ি”। দাদা ঠাকুরের নির্দেশ অনুযায়ী রবীন্দ্রনাথ উত্তর বঙ্গের জমিদারি তদারকির উদ্দেশে এখানে প্রথম ১৮৯০ খ্রিঃ আগমন করেন। এরপর ১৯৯৬ খ্রিঃ পর্যন্ত বহুবার তিনি এখানে এসে বাস করেন। এখানে অবস্থানকালে তিনি অসংখ্য কবিতা, গান, ছোটগল্প ও প্রবন্ধ রচনা করেছেন। যার মধ্যে বিসর্জন, ছিন্নপত্র, পঞ্চভূতের ডাইরী, পোষ্ট মাস্টার, রামকানাইয়ের নির্বুদ্ধিতা, ছুটি, সমাপ্তি, ক্ষুধিত পাষাণ ইত্যাদি পরবর্তীকালে বিশেষ খ্যাতি লাভ করেছে।

পূর্ব-পশ্চিমে লম্বা এই ভবনের পরিমাপ ২৭ মি ১৪.২০ মি। উভয় তলায় ছোট বড় বিভিন্ন আকৃতির মোট সাতটি কক্ষ রয়েছে। উপরে উঠার জন্য পূর্ব ও পশ্চিম দিকে একটি করে দুটি সিঁড়ি অবস্থিত। বৃটিশ স্থাপত্য রীতিতে নির্মিত এই ভবনটিতে পরবর্তীকালে কিছু কিছু সংস্কার করা হয়। বর্তমানে ভবনটি বিশ^ কবির স্মৃতি বিজড়িত স্থান হিসেবে প্রতœতত্ত¡ অধিদপ্তর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করছে এবং রবীন্দ্র স্মৃতি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে।