Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পোতাজিয়া নবরত্ন মন্দির
অবস্থান: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার  পোতাজিয়া ইউনিয়নের অন্তর্গত পোতাজিয়া গ্রামে অবস্থিত।
সময়কাল: আনু: সতের শতক।
প্রত্নস্থলের বিবরণ: পোতাজিয়া নবরত্ন মন্দির ও এর ইতিহাস সম্বন্ধে শ্রী রাধারমণ সাহার পাবনা জেলার ইতিহাস গ্রন্থ হতে জানা যায়, পোতাজিয়া রায় বংশের প্রতিষ্ঠাতা চন্ডিপ্রসাদ রায়ের বংশধর কর্তৃক আনুমানিক সপ্তদশ শতাব্দীতে এই নবরত্ন মন্দিরটি নির্মিত হয়েছিল। মন্দিরটি বর্তমানে প্রায় ধ্বংসপ্রায়। দু’দিকের ভাঙ্গা দেয়াল, আধা গোলাকার একটি গম্বুজের এক তৃতীয়াংশ এবং উত্তর দিকের দেয়াল গায়ে কিছু নকশা করা ইট ছাড়া বর্তমানে এখানে আর কিছুই অবশিষ্ট নেই। বর্তমানে মন্দিরের চতুর্দিকে বাড়ি করার কারণে মন্দিরটি সম্পূর্ণরূপে ধ্বংসের সম্মুখীন।
  বর্গাকার এ মন্দিরের প্রত্যেকটি বাহু ১৩ মি লম্বা এবং মূলত এটি তিন তলাবিশিষ্ট ছিল। প্রথম তলার চারকোণে চারটি, দ্বিতীয় তলার চারকোণে চারটি এবং তৃতীয় তলার উপরে একটি এই নয়টি চূড়া বা রত্ন মন্দিরের উপরে ছিল। বর্তমানে এগুলোর কোনো অস্তিত্ব নেই