হযরত মখদুম শাহ দৌলা (রহ:) এর সমাধি
অবস্থান: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার দরগাহপাড়া গ্রামে অবস্থিত।
সময়কাল: আনু: পনরো শতক।
প্রত্নস্থলের বিবরণ: হযরত মখদুম শাহ দৌলা (রহ) এর সমাধি শাহজাদপুর উপজেলা পরিষদ থেকে প্রায় ১ কিমি পূর্বে
করতোয়া নদীর পশ্চিম তীওে অবস্থিত। তিনি ইয়ামেন থেকে ইসলাম ধর্ম প্রচার করার জন্য সঙ্গী সাথী সহ এ স্থানে আগমন
করেন। পরবর্তীতে এখানকার স্থানীয় রাজার সাথে তাঁর বিরোধ ঘটে এবং রাজার সাথে যুদ্ধ বাধে। যুদ্ধে তিনি শহীদ হলেএই
স্থানে তাঁকে সমাহিত করা হয়। এই মাজার ১৬ টি আর. সি. সি পিলারের দ্বারা তৈরি করা হয়েছে। এর উচ্চতা ৩২ মি.।