অবস্থান: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার দরগাহপাড়া গ্রামে অবস্থিত।
সময়কাল: আনু: পনরো শতক।
প্রত্নস্থলের বিবরণ: শাহজাদপুর উপজেলা সদর থেকে প্রায় ১ কিমি পূর্বে করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত এই
মসজিদটি সুলতানী আমলের একটি উল্লেখযোগ্য কীর্তি। মখদুম শাহদৌলা শহীদ কর্তৃক এ মসজিদ নির্মিত হয়েছিল
বলে এ অঞ্চলে প্রবল জনশ্রুতি আছে। তবে সে গল্পের কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। সম্ভবত: পঞ্চদশ শতাব্দীতে
গৌড়ের কোনো সুলতানের অর্থানুকূল্যে এ মসজিদ নির্মিত হয়েছিল। আয়তাকার পরিকল্পনায় নির্মিত এ মসজিদের
দৈর্ঘ্য (বাইরের দিকে) ১৯.১৩ মিটার ও প্রস্থ ১২.৬০ মিটার। পনের গম্বুজ বিশিষ্ট এ মসজিদের পূর্ব দেয়ালে পাঁচটি
প্রবেশপথ এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে তিনটি করে কুলুঙ্গি আছে। মসজিদের বাইরের দেয়ালে লতাপাতা ও ফুল-ফলের
সুন্দর পোড়ামাটির চিত্রফলক ছিল বলে জানা যায়।